
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ লাখ টাকা মূল্যের একটি ঘর পুড়ে গেছে।
রবিবার ২১(মার্চ) সকালে উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকার শাহ আলম খানের ঘরটি পুড়ে যায়।
বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহাম্মেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত পৌঁছানোর কারণে ক্ষতি কিছুটা কম হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত হয়। এসময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের একটি সেমি পাকা ঘর পুড়ে যায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।