
কালিহাতীতে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নূর নবী (রবিন), কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কালিহাতী প্রেস ক্লাবে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি কালিহাতী পৌরসভার আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী নুরুন্নবী সরকার। আরও উপস্থিত ছিলেন কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান, সাধারন সম্পাদক দাস পবিত্র, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন, সদস্য মিহির ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজন করেন “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার উপজেলা প্রতিনিধি নূর নবী (রবিন)। অনুষ্ঠানটির কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, মিষ্টি বিতরন ও দোয়া মাহ্ফিল।