
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর পাঁচ শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে টাঙ্গাইলে প্রবেশ করেছেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।
রোববার বিকেলে ঢাকা থেকে টাঙ্গাইল শহর বাইপাসে আসলে নেতা কর্মীরা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান শত শত নের্তাকর্মীরা।
পরে তিনি মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।