
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :‘সময়এখনআমাদের-সময়এখনবাংলাদেশের’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় অর্থমন্ত্রণায়ের উদ্যোগে নানা বর্ণিলআয়োজনে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুররহমান এর জন্মশত বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচীর মধ্য ছিল , র্যালি, সারাদিন ব্যাপি আলোক চিত্রপ্রদর্শনী, আলোচনা সভা।
শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর অংশ্রগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষহয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহীঅফিসার (ভারপ্রাপ্ত) মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয়সাংসদ ছোটমনির। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যানআলহাজ মো.আব্দুলহালিম ,এডভোকেট উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক আব্দুল হামিদ ভোলা,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম দুদু, আইয়ুবআলী মোল্লাপ্রমুখ।