সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র্যাব ১২ এর সদস্যরা। টাংগাইল র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান জানান, টাংগাইলের মধুপুর উপজেলার মালাউরি বাড়ি এলাকায় কিছু মাদক ব্যাবসায়ী অবস্থান করছে এমন অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইলের র্যাব ১২ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। এসময় তাদের দুটি মোবাইল ও সারে তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছে।তাদের নামে মধুপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক সন্ত্রাস জঙ্গবাদ নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।