
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের দৃষ্টিনন্দন এসপি পার্ক পরিচালনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও এসপি পার্ক পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর আহমেদ এর সঞ্চালনায় উক্ত সভায় কমিটির সম্মানিত সদস্যগণ পার্কের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনার বিষয় ছিল পার্কের নতুন অফিস ঘর নির্মাণ, পার্কের সাজ-সজ্জা, বিভিন্ন ধরনের নতুন রাইড স্থাপন, সিসি ক্যামেরা পুনঃসংযোজন, ওয়াইফাই জোন চালু করন’সহ পার্কের সার্বিক উন্নয়ন উন্নয়ন।