সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুরে গাঁজাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বুধবার সন্ধ্যায় (০১-০১-২০২০ ইং)উপজেলার মহিষমারা গ্রামের উত্তর পাশে শ্রী গেীরচন্দ্র সরকার এর শিশির মেডিকেল হল এর সামনে গারোবাজার ,কাকরাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামরুল হোসেন (২০) ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে মিনি ট্রাকসহ ৮৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা, নগদ ১৩শ’৬৫ টাকা, একটি মোবাইল ফোন এবং ৮টি ড্রাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ট্রাক চালককে গ্রেফতার করা হয়। অবিনব পদ্ধতিতে এই গাঁজাগুলো বহন করছিলো ট্রাক চালক। গাঁজাগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।