সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভা হয়েছে। ৫টি গ্রামে ৪৬ জন ঋণ গ্রহীতার মাঝে ৯ লক্ষ ৫০ হাজার টাকা সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনছান আলী বি, কম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার শামীম আরা নিপা। আরও উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার আনিছুর রহমান প্রমুখ।