
সোনালী বাংলাদেশনিউজ ডেস্ক টাঙ্গাইলের গোপালপুরে বিদেশি অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাব। রোববার রাতে উপজেলার চাতুটিয়া চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, গোপালপুরের মাহমুদপুর উত্তরপাড়ার আয়নাল হকের ছেলে মাসুদ রানা ও মাহমুদপুর পশ্চিম পাড়ার হযরত আলী ফকিরের ছেলে এছহাক মিয়া। অভিযানে র্যাব তাদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করেন।
টাঙ্গাইল র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে গোপালপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।