
সেনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল শহরের শর্মা হাউজ নামের একটি রেস্টুরেন্টের বিরিয়ানিতে কাঁচের টুকরা পাওয়া যায়, অভিযোগের পর অভিযান চালায় ভ্রাম্যামাণ আদালত।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান এই অভিযান পরিচালনা করেন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শর্মা হাউজে খাওয়ার সময় খাবারে থাকা কাঁচের টুকরার আঘাতে ড. আজাদ খান নামের এক ব্যক্তির জিহ্বা কেটে যায়। তিনি সরকারি কুমুদিনী কলেজের সহযোগী অধ্যাপক। রবিবার সকালে আজাদ খান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি আরও বলেন, “খাবার পরিবেশনে কর্তৃপক্ষের এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্য আমি আইনের আশ্রয় গ্রহণ করেছি।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান বলেন, টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শর্মা হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৮০ হাজার টাকা এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭/১৯ ধারায় ২০ হাজার টাকা মোট ১লাখ টাকা এবং অনাদায়ে ৩ মাসের কারদন্ড দেওয়া হয়েছে। পুরাতন বাসস্ট্যান্ড ছেফাত হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জেলা সেনেটারী অফিসার মো. আমান উল্লাহ তালুকদারসহ অনান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।