
সোনালী বাংলাদেশনিউজ ডেস্ক : টাঙ্গাইলে পুলিশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে প্রতিষ্ঠানের সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম ফিতা কেটে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন পুলিশ সুপার।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই ল্যাবে শিক্ষার্থীরা আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবে। ইন্টারনেট, স্মার্টবোর্ড, এসিসহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে ল্যাবটিতে।