
সোনালী বাংলাদেশনিউজ ডেস্ক : টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর উদ্যোগে শহরের বিভিন্ন মার্কেটের পাঁচটি মেডিসিন দোকান মালিককে আর্থিক দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো: সালাহউদ্দিন আইয়ূবী।
র্যাব-১২সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মো: শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরে মফিজ মেডিকেল, মিতা মেডিকেল, সিফাত মডেল মেডিকেল, বিপ্লব ক্লিনিক ও খোরশেদ মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। এই সকল মেডিসিনের দোকান মালিকরা বিভিন্ন মাদকসেবীদের কাছে প্রেসক্রিপশন ছাড়া নেশা জাতীয় ওষুধ বিক্রিসহ ওষুধের দাম বেশি রাখা, মেয়াদ উর্ত্তীণ ওষুধ এবং ড্রাগস এর রেজিস্টেশনবিহীণ ওষুধ বিক্রির অপরাধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেই সাথে নেশা জাতীয় বিভিন্ন ওষুধ জব্দসহ পাঁচটি দোকান মালিককের কাছ থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় জেলা ড্রাগস সুপারের প্রতিনিধি শামসুজ্জামান শাহীনসহ র্যাব ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।