
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের উপশহর খ্যাত এলেঙ্গাতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নতুন এ শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. নূরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবনুজ জাহান, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম, জেনারেল ম্যানেজার শাহেদ আলী।
জেনারেল ম্যানেজার ছায়েফ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।