সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যেগে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে পিচুরিয়া গ্রামে উপকরন এতিমখানায় কম্বল বিতরন করা হয় ।
টাঙ্গাইল সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যেগে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে পিচুরিয়া কবরস্থান সংলগ্ন উপকরন এতিমখানায় আজ সোমবার ২৩-১২-১৯ ইং এতিমদের মাঝে শীত নিবারনরে জন্য কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হাসান খান রুবেল,ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সহ-সভাপতি আবু নোমান , সাধারন সম্পাদক নাজমুল হোসাইন বাবুল , র্অথ সম্পাদক শারমীন শিমু,সাংগঠনিক সম্পাদক মিথিল হৃদয়,দপ্তর সম্পাদক সিফাত আহম্মেদ ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:মহিদুল ইসলাম,প্রচার সম্পাদক রিফাত ,সদস্য- রাসেদুল হাসান,জাদিদ,মৌ,মোহাম্মদ রাশেদ প্রমূখ ।