সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা ও উপজেলা শাখার উদ্যেগে গরিব,অসহায় ও শীর্তাতদের মাঝে শীর্তাতদের মাঝে কম্বল বিতারণ করা হয় ।
টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ড এ ২২-১২-১৯ রোজ রবিবার মহিষখোলা খেলার মাঠে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা ও উপজেলা শাখার উদ্যেগে ১০০জন গরিব,অসহায় ও শীর্তাতদের মাঝে শীর্তাতদের মাঝে কম্বল বিতারণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মো:আলমগীর হোসেন,পরিচালক পরিবেশ বাদি সংগঠন“সবুজ আন্দলোন” ও সাধারণ সম্পাদক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখা,ওসমান গনি সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সদর উপজেলা, আহব্বায়ক মোখলেসুর রহমান (শাহ হাবিব) সবুজ আন্দোলন জেলা শাখা টাঙ্গাইল,রোকেয়া আক্তার (ববিতা)মহিলা বিষয়ক সম্পাদক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সদর উপজেলা,আনোয়ারা বেগম, মো.আব্দুছ ছাত্তারও মো.কোরবান আলী সদস্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ওপরিবেশ বাদি সংগঠন“সবুজ আন্দলোন” ।