
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন টাঙ্গাইল-৩(ঘাটাইল)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান এবং তার ছেলে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান(রানা)সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা তার সাথে কুশল বিনিময় করেন।
শনিবার(২১ডিসেম্বর) রাত ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী’র বাস-ভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্ম গ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি চারবার সাংসদ নির্বাচিত হন।
বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর সে খান থেকে আর কেউ দীর্ঘ মেয়াদে এত বড় পদ পাননি। এ জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বাসিত।