শিরোনাম
নাগরপুরে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর Headline Bullet       সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল Headline Bullet       টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে Headline Bullet       টাঙ্গাইলে এসপি’র কাছে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও চকলেট পেলো সুবিধাবঞ্চিত শিশুরা Headline Bullet       টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ Headline Bullet       বাসাইল পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন Headline Bullet       টাঙ্গাইলে ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব Headline Bullet       টাঙ্গাইলে শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও Headline Bullet       করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ সম্পাদক রাজীব Headline Bullet       প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভুমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে টাঙ্গাইলে প্রেস ব্রিফিং Headline Bullet      

টাঙ্গাইলের মধুপরে নগদ ৫০,০০০টাকা ও মোটর সাইকেল ছিনতাই

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২১ ডিসেম্বর ২০১৯ - ০৭:৫৭:২৪ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল মধুপুরের মালাউরি মোমেনশাহী মহাসড়কের ইয়াছিন ওর্য়াকসপের সামনে থেকে নগদ ৫০,০০০টাকা ও একটি মটরসাইকেল ছিনতাই করেন অস্তধারী সন্ত্রাসীরা ।

মৃত ডাঃছাবেদ আলীর ছেলে মো: মোতাহার হোসেন সাকিন ঝুনকাইল ,ডাকঘর ডি.পাকুটিয়া উপজেলা ঘাটাইল ,জেলা টাঙ্গাইল একজন মৎসব্যবসায়ী । ঘটনার  তারিখ ২৭-১০-২০১৯ রোজ রবিবার  মো:মোতাহার হোসেন লীজকৃত জলা ভূমিতে শিং মাছের পোনা ক্রয় করার  জন্য মোমেনশাহী জেলার ফুলবাড়ি থানার চাঁন মিয়ার হ্যাচারীর উদ্দেশ্যে নগদ ৬০.০০০টাকা ও মোটরসাইকেল নিয়ে রওনা দেয় ।

ঘটনা স্থানে পৌছানোর পর  একই বাহামভূক্ত ১) মো: মকবুল হোসেনের ছেলে মো: আইয়ুব আলী (৪৫) , সাকিন মালাওরী , মধুপুর , টাঙ্গাইল , ২) মৃত রহমান মন্ডল এর ছেলে মো: আরিফ (৪০) সাকিন-রামনগর বরুলিয়া ,গোপালপুর,টাঙ্গাইল ৩) হেলাল ফকির এর  ছেলে রনি মিয়া (২৫) সাকিন টেংরা ,মধুপুর, টাঙ্গাইল , ৪) আবুল হোসেনের এর ছেলে বাবুল(৩৫) ,সাকিন-পাকুটিয়া (মৃধাবাড়ি),ঘাটাইল ,টাঙ্গাইল।অস্তধারী সন্ত্রাসীরা  পরস্পর যোগসাজসে পরিকল্পিত ভাবে ঘটনার স্থানে ২টি মোটরসাইকেল যোগে অস্তধারী সন্ত্রাসীরা আসিয়া পথরোধ করিয়া সড়কের পশ্চিম পার্শ্বে অবৈধ আটক করিয়া ফেলে । মো:আইয়ুব আলী মো:মোতাহার হোসেন কে মটর সাইকেল থেকে নামতে বলে মো:মোতাহার হোসেন নামতে অস্বীকার করলে মো: আইয়ুব আলী ওশ্লীল ভাষায় গালিগালাজ দেয় । আইয়ুল আলী হুকুম দেয় ওর কাছে যা আছে নিয়া নে ।এই হুকুম পাইয়া বাবুল তার হাতে থাকা মারাত্বক অস্ত  ডেগার দিয়া খুন করার ভয় দেখাইয়া মো: আতাহার আলী কে টাকা দিতে বলে ,মো:মোতাহার আলী টাকা দিতে অস্বীকার করলে রনি মিয়া মো: মোতাহার আলীকে খুন করার ভয় দেখাইয়া মো: মোতাহার আলীর প্যান্টের বাম পকেট থেকে ৫০,০০০টাকা বের করে নিয়ে বাবুলের কাছে দেয় । রনি মিয়া মোতাহার আলীকে মোটর সাইকেলের চাবি দিতে বলে , মোতহার আলী জোরাজোরি করলে রনি মিয়া মোতাহার আলীর বুকে ডেগার ধরিয়া খুন করার ভয় দেখাইয়া জোর করে মোটর সাইকেলের চাবি নিয়ে যায় এবং মটর সাইকেল চালিয়ে উত্তর দিকে চলিয়া যায়।মোটর সাইকেলের নাম বাজাজ অটো লিঃ ভারত,রেজিঃ নং ঢাকা মেট্রা-ল-১১-৩১৪৮ । চ্যানিস নং ১৮৫৫৯. ইঞ্জিন নং ৩৬৯৩৯ । মোতাহার আলী চিৎকার করলে মো:আরিফ লোহার রড দ্বারা ডান পাখনায় বারি মারিয়া মাটিতে ফেলিয়া দিয়া ২টি মোটর সাইকেল যোগে পালিয়া যায় । মো:মোতাহার আলীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন ঘটনা স্থলে আসে । মো:মোতাহার আলী  বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট মধুপুর আমলী আদালত,টাঙ্গাইলয়ে একটি সি আর মামলা দায়ের করেন মামলা নং ৪৪৬/২০১৯ । যাহা অত্ত আদালতে চলমান ।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: