সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল মধুপুরের মালাউরি মোমেনশাহী মহাসড়কের ইয়াছিন ওর্য়াকসপের সামনে থেকে নগদ ৫০,০০০টাকা ও একটি মটরসাইকেল ছিনতাই করেন অস্তধারী সন্ত্রাসীরা ।
মৃত ডাঃছাবেদ আলীর ছেলে মো: মোতাহার হোসেন সাকিন ঝুনকাইল ,ডাকঘর ডি.পাকুটিয়া উপজেলা ঘাটাইল ,জেলা টাঙ্গাইল একজন মৎসব্যবসায়ী । ঘটনার তারিখ ২৭-১০-২০১৯ রোজ রবিবার মো:মোতাহার হোসেন লীজকৃত জলা ভূমিতে শিং মাছের পোনা ক্রয় করার জন্য মোমেনশাহী জেলার ফুলবাড়ি থানার চাঁন মিয়ার হ্যাচারীর উদ্দেশ্যে নগদ ৬০.০০০টাকা ও মোটরসাইকেল নিয়ে রওনা দেয় ।
ঘটনা স্থানে পৌছানোর পর একই বাহামভূক্ত ১) মো: মকবুল হোসেনের ছেলে মো: আইয়ুব আলী (৪৫) , সাকিন মালাওরী , মধুপুর , টাঙ্গাইল , ২) মৃত রহমান মন্ডল এর ছেলে মো: আরিফ (৪০) সাকিন-রামনগর বরুলিয়া ,গোপালপুর,টাঙ্গাইল ৩) হেলাল ফকির এর ছেলে রনি মিয়া (২৫) সাকিন টেংরা ,মধুপুর, টাঙ্গাইল , ৪) আবুল হোসেনের এর ছেলে বাবুল(৩৫) ,সাকিন-পাকুটিয়া (মৃধাবাড়ি),ঘাটাইল ,টাঙ্গাইল।অস্তধারী সন্ত্রাসীরা পরস্পর যোগসাজসে পরিকল্পিত ভাবে ঘটনার স্থানে ২টি মোটরসাইকেল যোগে অস্তধারী সন্ত্রাসীরা আসিয়া পথরোধ করিয়া সড়কের পশ্চিম পার্শ্বে অবৈধ আটক করিয়া ফেলে । মো:আইয়ুব আলী মো:মোতাহার হোসেন কে মটর সাইকেল থেকে নামতে বলে মো:মোতাহার হোসেন নামতে অস্বীকার করলে মো: আইয়ুব আলী ওশ্লীল ভাষায় গালিগালাজ দেয় । আইয়ুল আলী হুকুম দেয় ওর কাছে যা আছে নিয়া নে ।এই হুকুম পাইয়া বাবুল তার হাতে থাকা মারাত্বক অস্ত ডেগার দিয়া খুন করার ভয় দেখাইয়া মো: আতাহার আলী কে টাকা দিতে বলে ,মো:মোতাহার আলী টাকা দিতে অস্বীকার করলে রনি মিয়া মো: মোতাহার আলীকে খুন করার ভয় দেখাইয়া মো: মোতাহার আলীর প্যান্টের বাম পকেট থেকে ৫০,০০০টাকা বের করে নিয়ে বাবুলের কাছে দেয় । রনি মিয়া মোতাহার আলীকে মোটর সাইকেলের চাবি দিতে বলে , মোতহার আলী জোরাজোরি করলে রনি মিয়া মোতাহার আলীর বুকে ডেগার ধরিয়া খুন করার ভয় দেখাইয়া জোর করে মোটর সাইকেলের চাবি নিয়ে যায় এবং মটর সাইকেল চালিয়ে উত্তর দিকে চলিয়া যায়।মোটর সাইকেলের নাম বাজাজ অটো লিঃ ভারত,রেজিঃ নং ঢাকা মেট্রা-ল-১১-৩১৪৮ । চ্যানিস নং ১৮৫৫৯. ইঞ্জিন নং ৩৬৯৩৯ । মোতাহার আলী চিৎকার করলে মো:আরিফ লোহার রড দ্বারা ডান পাখনায় বারি মারিয়া মাটিতে ফেলিয়া দিয়া ২টি মোটর সাইকেল যোগে পালিয়া যায় । মো:মোতাহার আলীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন ঘটনা স্থলে আসে । মো:মোতাহার আলী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট মধুপুর আমলী আদালত,টাঙ্গাইলয়ে একটি সি আর মামলা দায়ের করেন মামলা নং ৪৪৬/২০১৯ । যাহা অত্ত আদালতে চলমান ।