সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ডিউটি অফিসার এএসআই শফিকুল ইসলাম
বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনিয়া পরিবহনের একটি বাস হাতিয়া এলাকায় পৌছলে একইগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে