
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। দুপুরে শহীদ স্মৃতি পৌরউদ্যানে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক কার্তিক দেবনাথ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল লাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্তকর্তা কাজী গোলাম আহাদ।
আলোচনা শেষে অভিবাসী দিবস মেলার উদ্বোধন করা হয়। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল রয়ে