
কালিহাতীতে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সকাল ১১ টায় কালিহাতী খাদ্য গুদামে অনুষ্ঠানটি হয়।
এখানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম.। সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, কালিহাতী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ সালেক, কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা খাদ্য পরিদর্শক মাসুদ আলম ফরহাদ, বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক মিন্টু সরকার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অজয় কুমার দে (লিটন), পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কালিহাতী উপজেলার চাল কল মালিক সমিতির সাধারন সম্পাদক আঃ রহমান প্রমুখ।
জানা যায়, প্রথমে কৃষক মোঃ আঃ কুদ্দুছ, ধুনাইল, বাংড়া ইউনিয়ন ১ মেঃ টন আমন ধান গুদামে সরবরাহ করেন। উপজেলার লক্ষ্যমাত্রা ৪৪৬ মেঃ টন। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক ৪৪৬ জন। আমন ধান সংগ্রহের সময়সীমা ২০/১১/২০১৯ ইং হইতে ২৮/০২/২০২০ ইং পর্যন্ত।