সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের উপশহর খ্যাত এলেঙ্গায় এলেঙ্গা সাহিত্য সংসদের উদ্দ্যোগে শহীদ বুদ্ধি দিবস পালন করা হয়। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় এলেঙ্গা কলেজ মোড় চত্ত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন, কবিতা পাঠ, গান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়। বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতি কাশীনাথ মজুমদার পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার জননন্দিত মেয়র মোহাম্মদ নূর-এ-আলম সিদ্দিকী। শতাধিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জলন উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুন তরফদার, সাংবাদিক রাকিব হাসান হৃদয়, আপন আর্য প্রমুখ। আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তিতে অংশ নেন হিটলার, পলাশ, আলিম, কৃষ্ণ। সংগীত পরিবেশ করেন শুষুমা রাণী পাল। অনুষ্ঠান পরিচালনা করেন এলেঙ্গা সাহিত্য সংসদের সদস্য শামীম আল মামুন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এলেঙ্গা সাহিত্য সংসদের সদস্য মোঃ জামির আলী।