সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে সাত দালালকে আটকের পর প্রতিজনের একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ সদস্যরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ওই সাত দালালকে আটক করে।
পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের সামনে হাজির করলে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন, টাঙ্গাইল শহরের ধুলেরচর এলাকার পলান শেখের ছেলে মো. শাহিন(৪৫), আকুর টাকুর পাড়ার মৃত নুরুজ্জামানের ছেলে মো. সালেক ইবনে জামান(৫১), কাগমারা আমিনবাগ এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. মাসুদ রানা(৪৮), পশ্চিম আকুর টাকুর পাড়া গ্রামের কিতাব উদ্দিন মিয়ার ছেলে মো. রাশেদুর রহমান(৪৫), একই এলাকার ফজলুর রহমানের ছেলে মো. রিপন মিয়া(৩৫), কালিহাতী উপজেলার রহমপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে আব্দুল খালেক(৫১), একই উপজেলার নগরবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে মো. তারিকুল ইসলাম(৪৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাসপোর্ট অফিসের সামনে থেকে আটককৃত সাত জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।