
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের কালিহাতীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মাহবুবুল আলম প্রমুখ।