
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের কালিহাতীতে ইমামদের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও গুজব প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের উপ-পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমুখ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনিছুর রহমান।