সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : “ভ্যাট দিচ্ছে জনগন দেশের হচ্ছে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল বিভাীয় ভ্যাট কর্মকর্তার কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়েছে। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় টাঙ্গাইল বিভাগীয় ভ্যাট কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে বিভাগীয় ভ্যাট কর্মকর্তা শেখ মোঃ মাসুদুর রহমান সহ ভ্যাট অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাটদাতারা উপস্থিত ছিলেন। এসময় বিভাগীয় ভ্যাট কর্মকর্তা ব্যবসায়ীদের নিয়মিত ভ্যাট প্রদান করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।