সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে এক রাতে ৩ নারী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। রোববার দিবাগত রাতে উপজেলার ফতেপুর, আনাইতারা ও তরফপুর ইউনিয়নে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে রহিমা আক্তার (৩৩) একই উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামের মৃত লিয়াকত হোসেনের মেয়ে সুমিয়া আক্তার (১৬) এবং তরফপুর ইউনিয়নের অধীর চন্দ্র শীলের স্ত্রী মায়া রাণী শীল (৫৫)।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় তিনটি পৃথক ৩টি অপমৃত্যুর মামলা হয়েছে। ওই ৩ জনই ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়।