
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা শরিষাআটা উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্দ্ধমূখি সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বর্গা শরিষাআটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঊর্দ্ধমূখি সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বর্গা শরিষাআটা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এনামুল হক দুলালের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি, কম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ উদ্দিন তালুকদার, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, ঘাটাইল জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ, পারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনছার আলী, সাধারন সম্পাদক আব্দুল করিম প্রমুখ।