সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : জাতীয় সাংবাদিক সংস্থার ধনবাড়ী উপজেলা ইউনিটের ২০২০ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট। দৈনিক আমাদের নতুন সময়ের ধনবাড়ী সংবাদদাতা মোঃ শহিদুল্লাহ কে সভাপতি ও দৈনিক সময়ের কণ্ঠে ধনবাড়ী সংবাদদাতা জীবন মাহমুদ শক্তি কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা ইউনিটের অনুমোদন দেওয়া হয়। ০৬ ডিসেম্বর সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও জেলা কমিটির সমন্বয়ে ওই কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (মিলন), সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজু, অর্থ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রতন, দপ্তর সম্পাদক মো: আবুল হোসেন, প্রচার সম্পাদক নাসরিন জাহান তাহমিনা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান নয়ন, কার্যকরি কমিটির সদস্যরা হলেন মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহমান, মোঃ মোয়াজ্জেম হোসেন, তামান্না তমা, মো: রুবেল মিয়া, মো: আশরাফুল ইসলাম। এর পূর্বে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মু.জোবায়েদ মল্লিক বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আল আমিন শোভন, ভূঞাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।