
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ঢাকা রেঞ্জে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় অক্টোবর/২০১৯ মাসের ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে টাঙ্গাইলের ডিবি (দক্ষিণ) এ কর্মরত শামসুজ্জামান পিপিএম- ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন।
৫ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে শামসুজ্জামানের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার তুলে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ঢাকার ডিআইজি জনাব মোঃ মাইনুল হাসান, পিপিএম সেবা। উক্ত অপরাধ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।