সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে মা-বাবার সাথে অভিমান করে ঘরের ধর্নার সাথে গলায় ফাঁস লাগিয়ে হাদিয়া আক্তার (১১) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের জুগীরকোফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাদিয়া আক্তার ওই গ্রামের মাওলানা আব্দুর রাজ্জাকের মেয়ে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের জুগীরকোফা গ্রামের মাওলানা আব্দুর রাজ্জাকের মেয়ে সমাপনী পরীক্ষার্থী হাদিয়া আক্তার মা-বাবার বকুনি খেয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির এক পর্যায়ে ওই ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, শিশু নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সমাপনী পরীক্ষার্থী হাদিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার,আত্নীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।