
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে মুন হাউজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের ১ বছর পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) কালিহাতী নাজনীন শপিং মলের ৫ম তলায় মুন হাউজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম।
মুন হাউজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক দ্বীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাশ পবিত্র, নাজনীন শপিং মলের সত্বাধিকারী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আশরাফ হুমায়ুন বাঙ্গাল, কালিহাতী ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতি: দায়িত্ব) মুহাম্মদ দেলোয়ার হোসেন, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পরিতোষ সেন, সমাজকল্যাণ সম্পাদক সুশান্ত ঘোষ, মুন ডিজিটাল সাইনের প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল আহমেদ সহ সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।