
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ২০১৮-১৯ অর্থ বছরের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৫০টি ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্তকৃত জমির ডিসিআর ও খতিয়ান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিসের মুক্ত মঞ্চ থেকে উক্ত ডিসিআর ও খতিয়ান বিতরণ করেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
এসময় ভূমিহীনরা সরকারীভাবে ভূমি বন্দোবস্ত পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।