সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে দোকানের সার্টার ভেঙ্গে জাহিদ ট্রেডার্স নামের একটি পার্টসের দোকানে নগদ টাকাসহ প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) গভীর রাতে কচুয়া-সখীপুর সড়কের কচুয়া বাজারের দক্ষিণ পাশে আলহাজ শওকত আলীর মালিকানাধীন দোকানটিতে এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চুরির ঘটনায় সোমবার (২ ডিসেম্বর) সকালে সখীপুর থানা পুলিশের উপপরিদর্শক ফয়সাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন
ব্যবসায়ী শওকত আলী বলেন, গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দোকানের কেচিগেটের তালা ও সার্টার ভেঙ্গে ঘরে ঢুকে অটোভ্যানের ৫০ সেট ব্যাটারি ও নগদ টাকা নিয়ে গেছে। এছাড়াও তিনি কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ হওয়ায় তার কাছে মসজিদের অনুদানের ২০ হাজার টাকা জমা ছিল সে টাকাও চোরেরা নিয়ে গেছে বলে জানান। এতে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। স্থানীয় এক ব্যবসায়ী জানান বাজারের উত্তর পাশে নৈশ প্রহরীর ব্যবস্থা থাকলেও দক্ষিণ পাশে কোনো নৈশ প্রহরী নাই।
সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির বিষয়টি তদন্ত করা হচ্ছে।