
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর উদ্যোগে নদী ভাঙ্গনে বসতবাড়ী হারানো সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল এসএসএস ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী।
এসএসএস এর নির্বাহী পরিষদের সহ-সভাপতি আ: রউফ খানের সভাপতিত্বে অতিথি ছিলেন এসএসএস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
পরে নদী ভাঙ্গনে বসতবাড়ী হারানো ৮২ জন সদস্যদের মাঝে ৩০ হাজার টাকার করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।