সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলে বেসরকারি এনজিও সংস্থা আশা’র শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল শহরের সিলমি পার্টি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ। আশা’র এ্যাডভাইজার (এইচআর, ট্রেনিং ও এডুকেশন) সুশীল রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশা’র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) সুমন আহমেদ, পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, যুগ্ম-পরিচালক খায়রুল বাশার, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) সামিউল হক, আশা’র টাঙ্গাইল ডিভিশনের ম্যানেজার শামীম খান প্রমুখ। এসময় আশা’র অন্যান্য কর্মকর্তাসহ শিক্ষা সেবিকারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষা সেবিকাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল জেলার আশা এনজিওর ২৮টি শাখার অধীনে ৪১০টি শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকা ও সুপারভাইজাররা কর্মশালায় অংশগ্রহণ করেন।