শিরোনাম
টাঙ্গাইল-৮ আসনে মনোনয়নপত্র জমাভোট কেন্দ্রে ভোটার না এলে গ্রহন যোগ্যতা পাবে না..কাদের সিদ্দিকী Headline Bullet       সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য প্রার্থী আহসান হাবিব Headline Bullet       সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আহসান হাবিব Headline Bullet       ঘাটাইলে পু‌লিশ হেফাজ‌তে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ Headline Bullet       মির্জাপুরে এক রাতে ৭ ট্রান্সফর্মার চুরি Headline Bullet       টাঙ্গাইলে ধর্ষণ মামলার বাদীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১ Headline Bullet       ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Headline Bullet       মগড়া বালিকা বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ Headline Bullet       মির্জাপুরে ফাইনাল খেলা দেখতে ফুলবল প্রেমীদের ঢল Headline Bullet       গোপালপুরে কয়েলের আগুনে মরলো কৃষকের ৩টি গরু Headline Bullet      

বর্তমানে গনতন্ত্রে মানুষের কোন মুল্য নেই- কাদের সিদ্দিকী

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৬ নভেম্বর ২০১৯ - ০৫:০০:৩১ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
গণতন্ত্রে সরকারের অনুমতি নিয়ে কোন সভা-সমাবেশ করতে হয়না, সরকারকে অবহিত করতে হয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, আজকে সবচেয়ে বড় দূর্বলতা হচ্ছে গনতন্ত্রে মানুষের কোন মুল্য নেই। মানুষ কি ভাবছে আর না ভাবছে সে দিকে সরকারও পরোয়া করেনা বিরোধী দলও পরোয়া করেনা।
তিনি বলেন, আজ দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না। প্রধানমন্ত্রী একটি মারাত্মক চাপের মুখে আছেন। প্রধানমন্ত্রী দক্ষ হলেও তার আশে পাশে যারা আছেন তারা মোটেই যোগ্য নয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসারত মুক্তিযোদ্ধার সাটিফিকেট চিকিৎসক কর্তৃক ছিড়ে ফেলার পাঁচ দিনেও ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তিনি হতাশা প্রকাশ করেন। অভিযুক্ত ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসাইল মল্লিক, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয় খবর