সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলে গতকাল শনিবার পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুখ্য বিচারিক হাকিমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী। মুখ্য বিচারিক হাকিম মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ জজ মো. আবুল মনসুর মিঞা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মো. শহিদুল্লাহ, যুগ্ম জেলা জজ সোনিয়া আহমেদ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লা আল মাসুম ও মোঃ শামছুল আলম, পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, র্যাব-১২ এর তিন নং কোম্পানীর অধিনায়ক শফিকুর রহমান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান, সরকারি কৌশুলী (পিপি) এস আকবার খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতিজাফর আহমেদ প্রমুখ। বক্তারা বিচার প্রক্রিয়ায় সকল পক্ষকে আন্তরিকতার সাথে দায়িত্বপালনের উপর গুরুত্বারোপ করেন।