
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। শুক্রবার (২২ নভেম্বর)সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা এলজিইডির প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সহসভাপতি রফিক ই রাসেল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ,উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, যুগ্ম আহবায়ক সজীব আহমেদ সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট ঠিকাদারসহ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন করা উন্নয়ন কাজগুলো হচ্ছে- কচুয়া-আড়াইপাড়া সড়ক সংস্কার, দেওদিঘী-মালিহা এগ্রো নতুন সড়ক নির্মাণ, শোলাপ্রতিমা- লাঙ্গুলিয়া নতুন সড়ক নির্মাণ, বেড়িখোলা-মহানন্দপুর সড়কের বেড়ীখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন সংযোগ সড়ক এবং বহেড়াতৈল বাজারে ব্যবসায়ীদের জন্য গ্রোথ সেন্টারের উদ্বোধন করা হয়।