সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে সাংবাদিক মোজাম্মেল হকের মা ও সাবেক পোস্ট মাস্টার ইছহাক উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান মসজিদের মাঠে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
মোজাম্মেল হকের মায়ের মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাকের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টি নিউজ বিডি ডটকমের সম্পাদক সোলায়মান হাসান, টাঙ্গাইল রির্পোটস ইউনিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এর আগে মাজেদা বেগম আদি টাঙ্গাইলের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।