
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে পুতুল খেলার সময় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যাওয়া পুতুলকে তুলতে গিয়ে পা পিছলে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই শিশু উপজেলার এলেঙ্গা পৌর এলাকার বানিয়াবাড়ী গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে মো. মাইম (৪) ও আবু বক্করের ছেলে আবির (৪)।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার বানিয়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা খবর পেয়ে ৯ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এলেঙ্গা পৌর মেয়র নূর এ আলম সিদ্দিকী ও পৌর ওয়ার্ডের কাউন্সিলর বরকত আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে ডোবার পাড়ে পুতুল নিয়ে খেলা করছিল। খেলার সময় পুতুল ডোবার পানিতে পড়ে যায়। পরে ডোবা থেকে পুতুল তুলতে গিয়ে নামার সময় পা পিছলে গিয়ে পানিতে পড়ে যায়। অপর দিকে, তাদের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকলে বাড়ির পাশে ডোবা থেকে তাদের মরদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় দুই শিশুর মৃত্যুতে পরিবার স্বজন ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।