সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলে রবি/২০১৯-২০ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম ও পরবর্তী খরিপ-১/২০১৯-২০ মৌসুমে গ্রীষ্মকালীণ তিল উৎপাদান বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।১৭ নভেম্বর দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।উপজেলা নিবার্হী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ ও সার বিতরণের আয়োজন করেন। বিতরণ উদ্বোধন কার্যক্রম শুরুতে কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক আলোচনা করা হয়।