সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সহ সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত, অর্থ সম্পাদক আনিছুর রহমান খান, প্রচার সম্পাদক ইমরুল হাসান বাবু, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম বুলবুল, সদস্য আবু সায়েম, মনির হোসেন মোল্লা প্রমুখ।