শিরোনাম
নাগরপুরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত Headline Bullet       মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
মহান স্বাধীনতাদিবস পালিত
Headline Bullet       মাভাবিপ্র বিশ্ববিদ্যালয়ে ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে মানববন্ধন Headline Bullet       কালিহাতীতে কাফনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার Headline Bullet       খোলা স্টেশনে ঢুকে ১০২০ টাকা জরিমানা গুণলেন পলিটেকনিকের ছাত্র-ছাত্রী Headline Bullet       মির্জাপুরের সম্মুখ যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন Headline Bullet       টাঙ্গাইলে দুটি ট্রেনে পাথর নিক্ষেপ,চালকসহ আহত ৬ Headline Bullet       মধুপুর প্রেসক্লাব পাঠাগারকে সমৃদ্ধ করতে মধুপুরবাসী’ গ্রুপের ৫ শতাধিক বই হস্তান্তর  Headline Bullet       টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার Headline Bullet       টাঙ্গাইলে স্পিরিট পানে পর পর পাঁচ জনের মৃত্যু Headline Bullet      

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, দাবি ফখরুলের

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১৭ নভেম্বর ২০১৯ - ০৬:৩১:৪২ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর। অনির্বাচিত সরকার বলেই তারা দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেন ফখরুল।

রবিবার সকালে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে আসেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের দুর্নীতি, অদক্ষতা এবং তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই দেশে পেঁয়াজসহ সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।’ফখরুল বলেন, ‘আমরা অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে।  জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে দেশে স্বৈরশাসন চালাচ্ছে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। দেশমাতা খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমেই মুক্ত করা হবে।’

মওলানা ভাসানী সম্পর্কে ফখরুল বলেন, ‘তিনি কৃষক শ্রমিক মানুষের নেতা ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণসভা, গণভোজ, মেলাসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ, দোয়া মাহফিল, ওরস, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, কাঙালি ভোজ, মাওলানা ভাসানীর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, বাউল গানসহ নানা কর্মসূচি।

দিবসটি উদযাপন উপলক্ষে ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নামে।

প্রসঙ্গত, ১৯৭৬ সালের এইদিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মজলুম জননেতা। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: