সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজে স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপিকে সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে সকালে এ নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যাপক খান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, সহসভাপতি আজহারুল ইসলাম ,উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত আলী মাস্টার, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, কলেজ অধ্যক্ষ আবদুর রউফ, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ এসএম কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খাঁন, জাহাঙ্গীর তারেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ সহ, আওয়মীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।