সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনে বাঁধা প্রদান করেছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনার থেকে একটি র্যালী বের করতে চাইলে তাতে বাধাঁ প্রধান করে পুলিশ।
পরে বেপাড়ীপাড়া এতিমখানা রোডে বিএনপি সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতেও বাধাঁ দেয় পুলিশ। পরে পুলিশি বাধাঁর মুখেই সংক্ষিপ্ত পথসভা করে বিএনপি নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আজগর আলী, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন, সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা ছাত্রদলের, ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সম্পাদক নুরুল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।