
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার(৬ নভেম্বর) সকাল ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কালাম প্রমূখ।