সোনালী বাংলাদশে নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরে কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব এম.এ মালেক ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক মোঃ মিন্টু সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন।