সখীপুর প্রতিনিধি:সখীপুরে মানব সেবা ক্লাবের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কলম-খাতা বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলার বেতুয়া গ্রামে মানব সেবা ক্লাবের সামনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়–য়া হত-দরিদ্র দুইশতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ করা হয় । প্রবাসীদের সহযোগিতা এবং ক্লাবের সদস্যদের দেওয়া চাঁদার মাধ্যমে এ অনুষ্ঠানে পরে এলাকার শান্তি, উন্নয়ন ও সহাবস্থানের জন্য দোয়া মাহফিল করা হয়। দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও শিক্ষার প্রতি মনোযোগী করার উদ্যেশেই এ অনন্য আয়োজনটি করে মানব সেবা ক্লাব। এ সময় সখীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. ওয়াদুদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. খলিলুর রহমান, স্থানীয় ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, বেতুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, তফিজ উদ্দিন, চাঁন মাহমুদ, কামাল হোসেন, মাসুদ রানা, মো. তারা মিয়া, আবুল কালাম, ক্লাবের সভাপতি তাহমিজ রাজ সোহেল, সাধারণ সম্পাদক সবুজ আহমেদ সহ স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।