কালিহাতী পতনিধিঃি টাঙ্গাইল জেলার জাতীয় পার্টির বর্ধিত সভা শুক্রবার বিকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক পীরজাদা শফিউল্লাহ আল মুনির এর সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি শামসুল হক তালুকদার ছানু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ম আহ্বায়ক মীর মহব্বদ হোসেন, এ্যাডভোকেট আবু তাহের, জাতীয় পার্টির নেতা সুজাত আলী, খোরশেদ ইসলাম, আকবর আলী খান, আবু সাইদ, দেলোয়ার হোসেন দেলু সহ ১২ টি উপজেলা ও ১১ টি পৌরসভার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। এই সময় টাঙ্গাইল জেলার প্রতিটি ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আগামী ২০ শে নভেম্বর এর মধ্যে প্রতিটি উপজেলায় ও পৌর সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।