সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের নামে অপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরমেয়র জামিলুর রহমান মিরন। জামিলুর রহমান মিরন দাবি করেন একটি কুচক্রি মহল রাজ্জাক নামের ব্যক্তিকে দিয়ে মেয়রের নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে মায়াকান্না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন।
তিনি বলেন, গত বছরের ২৪ এপ্রিল চৌবাড়িয়া এলাকার মৃত রবি সেকের ছেলে আব্দুর রাজ্জাক শহরের আদি টাঙ্গাইল এলাকার মৃত গনি মিয়ার ছেলে সোহাগ মিয়ার বিরুদ্ধে জমি সংক্রান্ত জটিলতা নিয়ে পৌরসভায় একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৮ মে উভয় পক্ষের স্ব স্ব আইনজীবীসহ উপস্থিত থাকার জন্য নোটিশ দেয়া হয়। নির্ধারিত তারিখে দ্বিতীয় পক্ষ সোহাগ মিয়া তিন মাসের সময় আবেদন করলে তাকে দুই মাসের সময় দেয়া হয়। পরবর্তীতে গত বছরের ৭ আগস্ট উভয়পক্ষ উপস্থিত হওয়ার পর দ্বিতীয় পক্ষ দলিলাদিসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারলে আব্দুর রাজ্জাক প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়। পরে স্থানীয় কাউন্সিলরসহ আইন উপদেষ্টাদের সমন্বয়ে ন্যায় বিচারের স্বার্থে প্রাপ্ত কাগজপত্র পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে আসলে আব্দুর রাজ্জাক ক্ষুদ্ধ হয়। এর পর খান পরিবারের ইন্দোনে গত ২৯ অক্টোবর রাজ্জাক ফেসবুকে লাইভে এসে পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, কাউন্সিলর আমিনুর রহমানসহ আমাকে নানা অপপ্রচার চালায়। এ বিষয়ে প্রচলিত আইন অনুযায়ি মামলার করার কথাও জানান মেয়র মিরন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল ১৩ নং ওয়ার্ড ,মহিলা প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু ১,২,৩ নং ওয়ার্ড, মো:হেলাল ফকির কাউন্সিলর ৩নং ওয়ার্ড, মিনজু মিয়া কাউন্সিলর ৫ নং ওয়ার্ড,মো:ইসমাইল হোসেন কাউন্সিলর ৭নংওয়ার্ড,মো:আব্দুর রাজ্জাক কাউন্সিলর ৯নংওয়ার্ড,আমিনুর রহমান আমিন ১০নংওয়ার্ড,মোছা:সেলিনা আক্তার কাউন্সিলর ৪,৫,৬ নং ওয়ার্ড,উল্কাবেগম কাউন্সিলর ১৩,১৪,১৫ নং ওয়ার্ড,খালেদা আক্তার স্বপ্না ৭,৮,৯ নংওয়ার্ড ,হোসনেয়ারা বিউটি কাউন্সিলর ১৬,১৭,১৮ নং ওয়ার্ড প্রমূখ।